কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারে খাদ্যদ্রব্য ও জ্বালানি তেল পাচারকালে ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময়ে জব্দ করা হয় বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও জ্বালানি তেল।
রোববার (৩ মার্চ) কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার বিসিজি আউটপোস্ট শাহপরীদ্বীপ সংলগ্ন ঝাউবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নাফনদীর মোহনায় ১টি ইঞ্জিন চালিত কাঠের ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে নাফনদীর মোহনা থেকে আটক করে। এসময় তল্লাশী চালিয়ে ২১ বস্তা রসুন, ১৭ বস্তা চিনি,৩ বস্তা বিস্কুট ও আনুমানিক ৩৭ লিটার ডিজেল জব্দ করা হয়।
এছাড়া, একইদিনে পৃথক আরেকটি অভিযানে নাফ নদী সংলগ্ন বড়ইতলী এলাকায় ২টি ডিঙি নৌকায় তল্লাশী চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ৪ বস্তা ডাল, ৪ বস্তা চিনি, ৭ বস্তা ময়দা, ১২০ লিটার অকটেন, ৩৫ প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট চকলেট, ৪ প্যাকেট চানাচুর,৩ প্যাকেট সূজি,১০ প্যাকেট হুইল সাবান,১ প্যাকেট নুডুলস,২ প্যাকেট আটা, ১ কেজি মরিচের গুঁড়ো,১ কেজি চিনি,৪ কেজি ডাল,৫ লিটার পাম ওয়েল,২টি স্টার শীপ দুধ ও অন্যান্য দ্রব্য সামগ্রীসহ ১ জন পাচারকারিকে আটক করা হয়।
দুটি ঘটনায় আটককৃতরা হলেন, মো. তৈয়ব (৪৩), মো. সলিম (২৬), মো. জসিম উদ্দিন (১৮), মো. মজিবুল্লাহ (১৮) রিদওয়ান (২২) ও শফিউল্লাহ (৪৮)।
উল্লেখ্য, আটককৃতরা সবাই টেকনাফ উপজেলার বাসিন্দা।
তিনি আরো বলেন, জব্দকৃত মালামাল সমূহের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টমস কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত চোরাকারবারিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।