আর্কাইভ থেকে বাংলাদেশ

আখাউড়ায় বন্যা, পানিতে দ্বিখণ্ডিত সড়ক

আখাউড়ায় বন্যা, পানিতে দ্বিখণ্ডিত সড়ক

পাহাড়ি ঢলের কারণে হাওড়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার সংলগ্ন আড়িয়ল গ্রামের সড়ক দ্বিখণ্ডিত হয়ে গেছে। 

শনিবার (১৮ জুন) ভোরে প্রবল বেগে আসা পানিতে সড়কটি দ্বিখণ্ডিত হয়। এতে করে এ সড়ক দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক।

তিনি জানান, গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি হাওড়া নদীতে এসে পড়ছে। এর ফলে শনিবার ভোরে কর্নেল বাজার-আইড়ল সড়কের আইড়ল এলাকায় সড়কটি দ্বিখণ্ডিত হয়ে য়ায়। এর ফলে আশপাশের এলাকায় পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

দীপক আরও বলেন, পানিবন্দি এলাকাগুলো পরিদর্শনে জেলা প্রশাসক আসছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন আখাউড়ায় | বন্যা | পানিতে | দ্বিখণ্ডিত | সড়ক