ঢালিউড

নিপুণের প্রস্তাবে সাড়া দেননি অনন্ত জলিল

নিপুণের প্রস্তাবে সাড়া দেননি অনন্ত জলিল
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কড়া নাড়ছে দুয়ারে। কে কোন পদে, কোন প্যানেলে নির্বাচন করবেন তা নিয়ে চলছে দর কষকষি। এবারের নির্বাচনে মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর থাকবেন এক প্যানেলে। অন্যদিকে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সেকারণে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার নিজের প্যানেলের জন্য সভাপতি পদপ্রার্থী খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু জুতসই কাউকেই পাচ্ছেন না। এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের।আগামী ১৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়র কথা থাকলেও তা পেছানো হয়েছে। ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। সেইসঙ্গে জানা গেছে মনোনয়ন বিক্রির তারিখ। মনোনয়ন বিক্রি শুরু হবে আগামী ৩০ মার্চ। নির্বাচনের তফসিলে দেয়া হয়েছে এ তথ্যনানা সময়ে কখনো শাকিব খান, কখনো অমিত হাসান, কখনো ফেরদৌসের নাম শোনা গেছে নিপুণের প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে। কিন্তু সবই ছিল গুঞ্জন। তারই মাঝে খবর, নিপুণ নাকি সভাপতি প্রার্থী হতে প্রস্তাব দিয়েছিলেন অনন্ত জলিলকে। কিন্তু তিনি রাজি হননি। গণমাধ্যমে অনন্ত জলিল জানান, আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ও আপিল বোর্ডের চেয়ারম্যান সামছুল আলম, প্রযোজক ইকবাল এবং তাকেসহ নিপুণ হোটেল ওয়েস্টিনে বসেছিলেন। ওই মিটিংয়ে আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের প্যানেলে অনন্তকে সভাপতি হিসেবে নির্বাচনের আহ্বান জানানো হয়। কিন্তু অনন্ত নিপুণের সেই প্রস্তাবে সাড়া দেননি। অনন্ত জলিল বলেন, নির্বাচন করলেও হয়তো ভালো হতো, কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু নির্বাচন করার মতো সময় আমার নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন নিপুণের | প্রস্তাবে | সাড়া | দেননি | অনন্ত | জলিল