দেশজুড়ে

চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ ৪

চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ ৪
চট্টগ্রামের আগ্রাবাদে একটি বেসরকারি হাসপাতালের রিজার্ভ ট্যাংক পরিষ্কারের সময় গ্যাস  বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে থানার আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক। বন্দর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ঊষামং মারমা বলেন, হাসপাতালের নিচে একটি ট্যাংক পরিষ্কারের সময় এ ঘটনা ঘটেছে। হয়তো পরিষ্কার করতে আনা কোনো রাসায়নিকের বোতল বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দগ্ধরা হলেন— ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০) ও নয়ন (৩১)।

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামে | বিস্ফোরণে | দগ্ধ | ৪