রাজনীতি

‘জনগণের ভোটের পাশাপাশি আইনজীবীদের ভোটও দখল করা হচ্ছে’

‘জনগণের ভোটের পাশাপাশি আইনজীবীদের ভোটও দখল করা হচ্ছে’
সারাদেশে জনগণের ভোট দখলের পাশাপাশি আইনজীবীদের ভোটও দখল হয়ে গেছে। সিলেকশনে রাজনীতি চলছে। গতকাল হাইকোর্ট প্রাঙ্গন পর্যন্ত যে দখল করার প্রক্রিয়া চলেছে তা আপনারা ইতোমধ্যে দেখেছেন। আইনজীবীদের ভোট হচ্ছে… ওখানে দখল করার কী আছে? - বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশ্ব নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, ‘আজ দেশের নারীরা অবহেলিত, নির্যাতিত। আজকে তাদের দুরাবস্থার কথা বলতে হয়…বাংলাদেশ আজকে একটা ধর্ষণের দেশে পরিণত হয়েছে…। বিএনপির এই নেতা আরও বলেন, বড় দুঃখের ও কষ্টের বিষয় হচ্ছে, এই ধর্ষণের ব্যাপারে কোনো বিচারের প্রয়োগ আমরা দেখতে পারছি না। কারণ এই ধষর্ণের সঙ্গে ক্ষমতাসীনদের অনেকে জড়িত, তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা জড়িত। আরও দুঃখের বিষয় এই বিষয়ে যারা নারীবাদী হিসেবে পরিচয় দেন, যারা নারীদের পক্ষে কাজ করে বলেন তারা কিন্তু খুব একটা সোচ্চার হচ্ছেন না। কারণ তারাও ভয়ভীতির পরিবেশের মধ্যে আছেন। নারীদের ওপর ধষর্ণের বিষয়ে কেউ মুখ খুলে কথা বলছে না।' আমীর খসরু বলেন, ‘সারাদেশে ভয়ভীতির একটা পরিবেশ বিরাজ করছে… কেউ মুখ খুলতে চাচ্ছে না।' তিনি বলেন, 'বাংলাদেশে দখলের রাজনীতি চলছে, সিলেকশনে রাজনীতি চলছে। গতকাল হাইকোর্ট প্রাঙ্গন পর্যন্ত যে দখল করার প্রক্রিয়া চলেছে তা আপনারা ইতোমধ্যে দেখেছেন। আইনজীবীদের ভোট হচ্ছে … ওখানে দখল করার কী আছে? সারা দেশে জনগণের ভোট তো দখল হয়ে গেছে… এখন আইনজীবীদের ভোটও দখল করতে হবে, এখন ব্যবসায়ীদের ভোটও দখল করতে হবে। প্রতিটি ক্ষেত্রে এই যে দখলের প্রতিক্রিয়া এটা শুধু নারী নয়, বাংলাদেশের নাগরিকরা বঞ্চিত হচ্ছে, সব অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে।' এমন অবস্থা থেকে উত্তরণে নারী সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের নাগরিকরা যদি অধিকারহীন হয়ে যায়, ভোটাধিকার কেড়ে নেওয়া হয় তাহলে নারীদের ক্ষমতায়নের সুযোগ থাকবে না, কারো ক্ষমতায়নের সুযোগ থাকবে না। তিনি বলেন, দেশের সাংবিধানিক, রাজনৈতিক ও মানুষের নাগরিক অধিকার ফিরে পাওয়া না গেলে এখন যে অবস্থা আছে সেখান থেকে উঠে আসার কোনো সুযোগ নাই। তাই নারী-পুরুষ সবাই মিলে একত্রে প্রথমে আমাদের নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হবে। নারীদের ক্ষমতায়ন সেখান থেকে শুরু করা যাবে।  

এ সম্পর্কিত আরও পড়ুন জনগণের | ভোটের | পাশাপাশি | আইনজীবীদের | ভোটও | দখল | করা | হচ্ছে