মুকেশ আম্বানি, নীতা আম্বানি থেকে শুরু করে আম্বানি পরিবারের নতুন পুত্রবধূ রাধিকা মার্চেন্ট সকলেই সংবাদ শিরোনামে একাধিকবার উঠে এসেছেন। সম্প্রতি সময়ে যেন আম্বানি পরিবার নিয়ে একটু বেশি মাতামাতি হচ্ছে নেটদুনিয়ায়। সদ্য বাগদান পর্ব সম্পন্ন হওয়া অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিষয়ে জানার আগ্রহ শেষই হচ্ছে না সামাজিক যোগাযোগ জগতের বাসিন্দাদের।
তবে পারিবারিক সূত্রে আম্বানি পরিবারের প্রত্যেকেই ব্যবসার সাথে যুক্ত হলেও পড়াশোনাতেও অত্যন্ত ভালো এই পরিবারের প্রত্যেকে। মুকেশ-নীতা নিজে তো বটেই, তাদের সন্তান অনন্ত, আকাশ, ইশা এবং তাদের সঙ্গী-সঙ্গিনীরা, প্ৰত্যেকেই উচ্চশিক্ষিত। চলুন দেখে নেওয়া যাক, তাঁদের কার শিক্ষাগত যোগ্যতা কী।
মুকেশ আম্বানি : মুকেশ আম্বানির পড়াশোনা শুরু হয় মুম্বাইয়ের পোদ্দার রোডে অবস্থিত হিল গ্রেঞ্জ হাই স্কুলে। প্রাথমিক শিক্ষার পর তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। পরে তিনি ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন তিনি।
নীতা আম্বানি : বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির মত করে, সংবাদ শিরোনামে প্রায়ই থাকতে দেখা যায় স্ত্রী নীতা আম্বানিকেও। মুম্বাইয়ের নরসি মোজি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স ইনস্টিটিউট থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পাশাপাশি তিনি একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পীও।
অনিল আম্বানি : মুকেশের ভাই অনিল আম্বানি। তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের কেসি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের ওয়ার্টনের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন তিনি।
আকাশ আম্বানি : মুকেশ-নীতার বড় ছেলে আকাশ আম্বানি। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন।
শ্লোকা মেহতা : আকাশের স্ত্রী শ্লোকা মেহতা।মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির বড় পুত্রবধূ। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক করেছেন। এ ছাড়া তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন।
ইশা আম্বানি : আকাশের যমজ বোন ইশা আম্বানি। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ইয়েলে তার পড়াশোনার বিষয় ছিল মনোবিজ্ঞান ও দক্ষিণ এশিয়া অধ্যয়ন। এছাড়াও সাউথ এশিয়ান স্টাডিজ পড়ার পাশাপাশি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রিও অর্জন করেছেন ইশা।
আনন্দ পিরামল : ২০১৮ সালের ডিসেম্বর মাসে ইশা আম্বানি পিরামল গ্রুপ অফ কোম্পানির নির্বাহী পরিচালক আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। আনন্দ নিজেও যথেষ্ট উচ্চশিক্ষিত। তিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছিলেন।
অনন্ত আম্বানি : আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশুনা শেষ করে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন।
রাধিকা মার্চেন্ট : মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্রবধূ রাধিকা মার্চেন্ট মুম্বাইয়ের ইকোল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুল এবং বিডি সোমানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে ২০১৭ সালে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি একজন পেশাদার ভারতনাট্যম শিল্পী।