গেলো রোববার এনা পরিবহনের বাসের চাপায় এক শিক্ষার্থী গুরুতর আহতের ঘটনায় আজ সোমাবার (২০ জুন) বিকেল থেকে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এনা পরিবহনের একটি বাসের চাপায় এক শিক্ষার্থী আহত হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ বিকেল থেকে হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। শিক্ষার্থীরা বেশ কয়েকটি যানবাহন আটকে রেখেছে।
তিনি আরও বলেন, গুরুতর আহত ওই শিক্ষার্থী এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
মেঘ হাসান