দেশজুড়ে

কারচুপির অভিযোগে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার গ্রেপ্তার

কারচুপির অভিযোগে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদা উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্য উপ নির্বাচনে কারচুপির অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার ও বোদা উপজেলা সমবায় কার্যালয়ের সিনিয়র অফিস সহকারী বিকাল চন্দ্র ও পোলিং অফিসার এবং বোদা উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের  মাঠ কর্মী একরামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৯ মার্চ) তাদের গ্রেপ্তার করা হয়। প্রিজাইডিং অফিসার ও বোদা উপজেলা সমবায় অফিসার এস এম জাকির হোসেন বাদী হয়ে  মামলা দায়ের করেন। কারচুপি ,দায়িত্ব হীনতা ও সরকারি কাজে অবহেলার অভিযোগ এনে মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। মামলা সূত্রে জানা যায়,  পঞ্চগড় জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৪ নং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে শনিবার উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে ভোট গ্রহনের প্রায় শেষ সময় গ্রেপ্তারকৃতরা এক প্রার্থীর পক্ষে ২১ টি ব্যালট পেপার নিজেই  সিল মেরে  বাক্সে ঢুকান। এসময় অপর প্রার্থীর পোলিং এজেন্ট আছির উদ্দিন বাক্সে ব্যালট পেপার বাক্সে ঢুকাতে দেখে প্রিজাইডিং অফিসার কে অভিযোগ করে।  অভিযোগের প্রেক্ষিতে বাক্স খুলে তাদের সিল মারা ২১ ব্যালট পেপা পাওয়া যায়। এসময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে বোদা থানায় মামলা দায়ের করে। ওই নির্বাচনে ১০৪৮ ভোট পেয়ে নাসির উদ্দিন সদস্য নির্বাচিত হয়। আর যে প্রার্থীর পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার বাক্সে ভোট ভর্তি করে ওই প্রার্থী ৪৭৩ টি ভোট পায়। উল্লেখ্য, বোদা থানা পুলিশ রোববার (১০ মার্চ) আটক কৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছে। আই।এ

এ সম্পর্কিত আরও পড়ুন কারচুপির | অভিযোগে | সহকারী | প্রিজাইডিং | ও | পোলিং | অফিসার | গ্রেপ্তার