আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে রোজা সোমবার

যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে রোজা সোমবার
যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে কাল সোমবার (১১ মার্চ) থেকেই রোজা শুরু হবে। দেশটিতে স্থানীয় সময় রোববার রাতে প্রথম তারাবি নামাজ পড়া হবে। রোববার (১০ মার্চ)  এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে, উত্তর আমেরিকা ফিকাহ কাউন্সিল। উত্তর আমেরিকা ফিকাহ কাউন্সিল জানায়,নতুন চাঁদ উঠবে রোববার, ১০ মার্চ ২০২৪ এ। এদিন সূর্য থেকে চাঁদের দূরত্ব থাকবে ৮ ডিগ্রির বেশি এবং উত্তর আমেরিকার সব অঞ্চলে সূর্য থেকে চাঁদ ৫ ডিগ্রি উপরে থাকবে। অতএব, রমজানের প্রথমদিন হবে সোমবার, মার্চ ১১, ২০২৪, ইনশাআল্লাহ, তারাবির নামাজ শুরু হবে রোববার রাতে উল্লেখ্য, উত্তর আমেরিকার ফিকাহ কাউন্সিল রমজান ও শাহিওয়ালসহ সব চন্দ্রমাস শুরুর ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানের হিসাবকে স্বীকৃতি দেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রসহ | উত্তর | আমেরিকার | দেশগুলোতে | রোজা | সোমবার