পবিত্র রমজান মাসে দেশে খাদ্যপণ্যের দাম বাড়িয়েছে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা। কিন্তু পটুয়াখালীর দুমকি উপজেলার ব্যবসায়ী মো. টিপু ফরাজি মাত্র ২ টাকা লাভে পণ্য বিক্রি করছেন। এতে উপকৃত হচ্ছেন ওই এলাকার মানুষ।
তিনি গেলো বছর রমজানেও মাত্র ২ টাকা লাভে পণ্য বিক্রি করেছিলেন।
প্রতিবছরের মতো এবারও রমজান মাসে ২ টাকা লাভে পণ্য সামগ্রী, বিক্রি শুরু করলেও একটু ভিন্ন ধরনের আয়োজন করেছেন তিনি। যেমন প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেশিরভাগ সময় মুদি দোকানগুলোতে বাকি নিয়ে যায়। তাই এ বছর রমজানে টিপু ফরাজির দোকান থেকে নগদ টাকায় যারা বাজার করবেন, তাদের কাছ থেকে প্রতি কেজিতে ২ টাকা লাভ করবেন বলে জানিয়েছেন তিনি।
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় পাঙ্গাসিয়া ইউনিয়নের হাজির হাট বাজারে মো. টিপু ফরাজির দোকানে যেসব পণ্য বিক্রি করছেন। তার মধ্যে আছে মুড়ি, ছোলা (বুট), খেজুর, খেসারির ডাল, বেসন, সয়াবিন তেল, চিড়া ইত্যাদি। এসব পণ্য কেজিতে মাত্র ২ টাকা লাভে বিক্রি করবেন তিনি। এতে খুবই খুশি স্থানীয়রা।
এদিকে ঢাকার ধামরাইয়ে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য মাত্র দুই টাকা লাভে বিক্রির ঘোষণা দিয়েছেন রুবেল আহমেদ ও শাহ আলম নামে নতুন দুই উদ্যোক্তা।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে তাদের আরএস স্মার্ট সেবা সেন্টার উদ্বোধনের পরে এই বিশেষ ছাড়ের ঘোষণা দেন তারা।
উদ্বোধনের সময় তারা বলেন, ‘রোজাদার ব্যক্তিরা স্বল্পমূল্যে যেন তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন সেই উদ্দেশ্যে বিভিন্ন পণ্য বিনা লাভে বিক্রি করা হবে এই আরএস স্মার্ট সেবা সেন্টারে। শুধু ক্যারিং খরচ বাবদ প্রতিটি পণ্যের ওপর দুই টাকা লাভ নেয়া হবে।’