অর্থনীতি

বাজারে লেবুর সরবরাহ বেশি, তবুও দাম চড়া

বাজারে লেবুর সরবরাহ বেশি, তবুও দাম চড়া
পবিত্র মাহে রমজানে রোজাদারের শরীরে পানির ঘাটতি ও গরম থেকে মুক্তির জন্য শরবতের বিকল্প নেই। আর এই শরবতের অন্যতম জনপ্রিয় উপাদান লেবু। বর্তমানে বাজারে লেবুর অত্যধিক চাহিদা, আর এ চাহিদার বিপরীতে দামও অনেক বেশি। ব্যবসায়ীরা বলছেন, চাষীদের ক্ষেতে লেবুর উৎপাদন কম তাই সরবরাহও কম। এ কারণে বেশি দাম দিয়ে লেবু কিনতে হচ্ছে। কেনা বেশি বলে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। এদিকে, বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে লেবুর যথেষ্ট সরবরাহ রয়েছে। আর ক্ষেতে উৎপাদনও যথেষ্ট হচ্ছে বলে জানা গেছে। তারপরও কেনো দাম বেশি সেটি বুঝতে পারছেন না সাধারণ মানুষ।

এ সম্পর্কিত আরও পড়ুন বাজারে | লেবুর | সরবরাহ | বেশি | তবুও | দাম | চড়া