দেশজুড়ে

নদীর তীরে আওয়ামী লীগ সভাপতির রক্তাক্ত মরদেহ

নদীর তীরে আওয়ামী লীগ সভাপতির রক্তাক্ত মরদেহ
বরিশালের মেঘনা নদীর তীর থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মাঝির (৬০) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বসতঘরের মাত্র দেড়শ গজ দূরে এ ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) সকাল নয়টার দিকে জেলার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া এলাকার নদী তীরে সয়াবিন ক্ষেতে এ ঘটনা ঘটে। গণমাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর। নিহত আওয়ামী লীগ নেতা জামাল মাঝি (৬০) পালপাড়া গ্রামের মৃত কাদের মাঝির ছেলে। তিনি (জামাল মাঝি) উপজেলার ৬ নম্বর ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর পালপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী। নিহতের স্ত্রীর দাবি, তার স্বামীকে হত্যা করা হয়েছে। ধুলখোলা ইউনিয়ন চেয়ারম্যান জামাল ঢালির সঙ্গে তার স্বামী জামাল মাঝির তর্কবিতর্ক হয়েছে। এর জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি স্ত্রীর। নিহত জামাল মাঝির স্ত্রী আরও বলেন, চেয়ারম্যান জামাল ঢালি কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের লোক। আমার স্বামী জামাল মাঝি স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের রাজনীতি করতেন। এ নিয়েই দ্বন্দ্ব চলছিলো। হিজলা থানার ওসি জুবাইর বলেন, পালপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কাউকে আটকরা হয়নি। এছাড়া থানায় কেউ লিখিত কোন অভিযোগও দেননি বলে জানান ওসি। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন নদীর | তীরে | আওয়ামী | লীগ | সভাপতির | রক্তাক্ত | মরদেহ