ফুটবল

রিয়ালে ‘অপ্রতিরোধ্য’ ভিনি ব্রাজিলের জার্সিতে পারবেন তো?

রিয়ালে ‘অপ্রতিরোধ্য’ ভিনি ব্রাজিলের জার্সিতে পারবেন তো?
নিজেদের অর্ধ থেকে রুডিগারের বাড়ানো বল শরীর দিয়ে থামিয়ে ভিনিসিয়াসকে দেন ভালভের্দে।  বল পেয়ে বক্সে ঢুকে যান ভিনিসিয়াস।  ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দুইজন ডিফেন্ডার তাড়া করলেও পাননি নাগাল।  এগিয়ে আসা গোলরক্ষকে বোকা বানিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান ভিনি।  গোলের পর কান পেতে ওসাসুনার দর্শকদের চিৎকার শুনছেন এমন ভঙ্গি করেন ব্রাজিল তারকা। ওসুনার বিপক্ষে প্রথম গোলটিও এসেছিলো ভিনিয়াসের পা থেকেই।  ওসাসুনার ডিফেন্ডার আলেহান্দ্রো কাতেনার কাছে থেকে বল কেড়ে নিয়ে এগিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে গোল দেন ভিনি। লা লিগায় টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে গোল করলেন ভিনিসিয়াস।  সবশেষ চার ম্যাচে ভিনির গোল সংখ্যা এখন ৬ টি। ভিনির গোল উৎসবের দিনে রিয়াল মাদ্রিদ ওসাসুনাকে হারিয়েছে ৪-২ গোলে। তবে মাঝেও দুঃসংবাদ হয়ে এসেছে হলুদ কার্ড। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে ম্যাচে হলুদ কার্ড দেখেন ভিনি। এই নিয়ে টানা তিনটি লিগ ম্যাচে একই কারণে হলুদ কার্ড দেখতে হলো তাকে।  সব মিলিয়ে চলতি লা লিগায় পাঁচটি হলুদ কার্ড দেখায় আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তবে এর মাঝে আন্তর্জাতিক বিরতিতেও বড় ভূমিকা রাখতেই হবে তাকে।  ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল। সেই প্রীতি ম্যাচে হলুদ জার্সিতে ভিনিসিয়ার তার অপ্রতিরোধ্য যাত্রা ধরে রাখতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা।

এ সম্পর্কিত আরও পড়ুন রিয়ালে | অপ্রতিরোধ্য | ভিনি | ব্রাজিলের | জার্সিতে | পারবেন | তো