ক্রিকেট

তাসকিনের জোড়া আঘাত, ৩ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

তাসকিনের জোড়া আঘাত, ৩ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা-বাংলাদেশের তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ চলছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খেয়েছে লঙ্কানরা। শুরুতেই জোরা আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই গত ম্যাচের সেঞ্চুরি করা পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। ব্যক্তিগত ও দলীয় ১ রানের মাথায় সাজঘরে ফেরেন পাথুম। এরপর নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারে ফের আঘাত হানেন তাসকিন। এবার আভিষ্কা ফার্নান্দোকে ব্যক্তিগত ৪ রানের মাথায় মুশফিকুর রহিমের হাতে তালুবন্দি করেন। লঙ্কানদের দলীয় ১৫ রানের মাথায় ২ উইকেটের পতন ঘটালেন তাসকিন। দলে ফেরা মোস্তাফিজ সফল প্রথম ওভারেই। ভেতরের দিকে ঢোকা বলে পেছনের পায়ে ভর করে ডিফেন্ড করতে চেয়েছিলেন সামারাবিক্রমা। সফল হননি। ব্যাট ছুঁয়ে বল গেছে মুশফিকের হাতে। এ জুটি ইনিংস মেরামতের চেষ্টা করছিল। সামারাবিক্রমার আউটে সেটি থামল ২৬ রানেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১৩ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ৫১ রান। বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন। শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

এ সম্পর্কিত আরও পড়ুন তাসকিনের | জোড়া | আঘাত | ৩ | উইকেট | হারিয়ে | চাপে | শ্রীলঙ্কা