আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় ভর্তিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববিদ্যালয় ভর্তিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট (মাদক গ্রহণ করে কি না সেই পরীক্ষা) বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এজন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

আজ রোববার (২৬ জুন) সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২২’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ছাত্রদের ডোপ টেস্টের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আইন তৈরি করা হচ্ছে। ওই আইন অনুযায়ী শিক্ষার্থী ভর্তির আগে ডোপ টেস্ট করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছিলেন তার আগেই পুলিশের ডোপ টেস্ট শুরু করা হয়েছিল। এরপর প্রধানমন্ত্রীকে দেয়া একটি প্রস্তাবে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্টের কথা জানানো হয়। চাকরি যোগদান করার আগে সিভিল সার্জন যেসব পরীক্ষা করেন, সেখানে ডোপ টেস্ট করা হবে। ইতোমধ্যে এটা ব্যাপকভাবে করতে অবকাঠামো উন্নয়নের প্রচেষ্টাও শুরু হয়েছে।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্ববিদ্যালয় | ভর্তিতে | বাধ্যতামূলক | হচ্ছে | ডোপ | টেস্ট | স্বরাষ্ট্রমন্ত্রী