আর্কাইভ থেকে বাংলাদেশ

আজ থেকে পদ্মা সেতুতে চলবে না মোটরসাইকেল

আজ থেকে পদ্মা সেতুতে চলবে না মোটরসাইকেল

আজ সোমবার (২৭ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতু মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।

রোববার (২৬ জুন)এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ।

রাতে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে সেতু বিভাগের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই দিন জনসাধারণের জন্য খোলে দেয়া হয়নি সেতু।

রোববার (২৬ জুন) ভোর থেকেই সব ধরনের যানবাহনের জন্য খুলে দেয়া হয়েছে পদ্মা সেতু। এরপর থেকে অনেকেই বাইক ও প্রাইভেটকার নিয়ে সেতু পার হচ্ছেন। সেই সঙ্গে ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের যান চলাচল করছে সেতু দিয়ে। তবে মোটরসাইকেলের উপস্থিতি দেখা গেছে সবচেয়ে বেশি।

সেতু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমদিন দুপুর পর্যন্ত যেসব গাড়ি সেতু পার হয়েছে, তার মধ্যে ৬০ শতাংশ ছিল মোটরসাইকেল।

এদিকে, রোববার (২৬ জুন) পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারাত্মক আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ।

অপরদিকে, দু্ই যুবক পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ফেলেন। তাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন আজ | পদ্মা | সেতুতে | চলবে | মোটরসাইকেল