জর্ডানের আকাবায় বিষাক্ত গ্যাস লিকেজে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আড়াই শতাধিক মানুষ।
সোমবার (২৭ জুন) দেশটির বন্দরনগরী আকাবায় এই দুর্ঘটনায় ঘটে বলে জানান সরকারের মুখপাত্র ফয়সাল আল-শাবুল। মঙ্গলবার (২৮ জুন) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দেশটির জননিরাপত্তা বিভাগ জানায়, ক্রেনে করে ট্যাঙ্কার জাহাজে তোলার সময় তা উপর থেকে পড়ে যায়। মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এতে ঘটনাস্থলে থাকা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ২০০ জনকে। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, ক্রেন থেকে একটি ট্যাঙ্কার নীচে পড়ার সাথে সাথে হলুদ রঙের গ্যাস ছড়াতে থাকে। এসময় চারপাশে ছুটাছুটি করতে থাকে মানুষ। জানা যায়, ট্যাঙ্কারটিতে ক্লোরিন গ্যাস ছিল। এ গ্যাস দিয়ে মূলত বাসাবাড়ি পরিষ্কার করা হয়।
ক্লোরিন মানব শরীরের সংস্পর্শে আসলে এটি পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। যার ফলে শরীরের কোষ ক্ষতিগ্রস্ত হয়। উচ্চ মাত্রার ক্লোরিন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে গেলে সেখানে তরল জাতীয় পদার্থ জমা হয়। ফলে জীবন হুমকির মুখে পড়তে পারে।
টিআর