যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিনকার্ড পেয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান।
শাকিব খানের একাধিক ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি গ্রিনকার্ড পেয়েছেন।
জনপ্রিয় এই নায়কের ঘনিষ্ঠজনরা জানান, শাকিবের গ্রিন কার্ড নিশ্চিত হয়েছে। নিয়ম অনুযায়ী, শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন, তার ছয় মাস পূর্ণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন।
এর আগে, আমেরিকায় বসবাসের জন্য গেলো বছরের নভেম্বরে দেশ ছেড়েছিলেন শাকিব খান। এরপর থেকে যুক্তরাষ্ট্রেই রয়েছেন তিনি। পরে সেখানকার নাগরিকত্বের জন্য আবেদন করেন তিনি। যুক্তরাষ্ট্রে বসেই নতুন সিনেমা ‘রাজকুমার’র নির্মাণের ঘোষণাও দেন তিনি।