আর্কাইভ থেকে বাংলাদেশ

লিনেক্স মোবাইলের নতুন পরিবেশক ‘মোবাইল লাইফ’

লিনেক্স মোবাইলের নতুন পরিবেশক ‘মোবাইল লাইফ’

বাংলাদেশের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং বহুল বিক্রিত মোবাইল ফোন ‘লিনেক্স মোবাইল’। এর পরিবেশক হিসেবে আজ মঙ্গলবার (২৮ জুন ) এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্ভোধন হয়েছে বগুড়ার টি এম এস এস মার্কেটের  স্বনামধন্য প্রতিষ্ঠান “মোবাইল লাইফ " । 

মোবাইল লাইফ এর স্বত্বাধিকারী শেখর রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড এর সিওও প্রোকৌশলী নাহিদুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম এবং এ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ রাসেল মাহমুদ। 

লিনেক্স মোবাইলের সিওও প্রোকৌশলী নাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন – একটি পণ্য তার গ্রাহক এর কাছে তখনই গ্রহনযোগ্য হয়, যখন এটি তার গুনগত মান এবং বিক্রয়ত্তর সেবা সুনিশ্চিত করে। বাংলাদেশের নিজস্ব কারখানায় উৎপাদিত "লিনেক্স" মোবাইল সর্বদা এটি সুনিশ্চিত করে।

তিনি আরও বলেন - সমগ্র বাংলাদেশে পণ্যের শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত করতে লিনেক্স মোবাইলের ১৫ টি সার্ভিস সেন্টার এবং ৪০ টি কালেকশন পয়েন্ট অনবরত কাজ করে যাচ্ছে।

সকল খুচরা বিক্রেতাদের সাথে মত বিনিময় শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন লিনেক্স | মোবাইলের | নতুন | পরিবেশক | মোবাইল | লাইফ