আর্কাইভ থেকে বাংলাদেশ

সোনারগাঁয়ে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ১

সোনারগাঁয়ে পণ্যবাহী ট্রাক  নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দোকানে ঢুকে পড়ায় শান্ত (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মো. রুবেল (২৫) গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (২ জুলাই) ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার চাঁদমহল সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বলে নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নবীর হোসেন।

শান্ত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মৃত মহব্বত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদমহল সিনেমা হলের সামনে পণ্যবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে স্টেইনলেস স্টিলের ওয়ার্কশপে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার শান্ত মারা যায়। এ সময় ট্রাকের চালক রুবেল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নবীর বলেন, শনিবার ভোরের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের দোকানে ঢুকে পড়ায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। এছাড়া ট্রাকটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন সোনারগাঁয়ে | পণ্যবাহী | ট্রাক | | নিয়ন্ত্রণ | হারিয়ে | দোকানে | নিহত | ১