আর্কাইভ থেকে বাংলাদেশ

বিদায় নিচ্ছেন দোরাইস্বামী, আসতে পারেন সুধাকর

বিদায় নিচ্ছেন দোরাইস্বামী, আসতে পারেন সুধাকর

এবার যুক্তরাজ্য মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী । তার স্থলে ঢাকায় নতুন হাই কমিশনার হয়ে আসতে পারেন সুধাকর ডালেলা।

আজ শনিবার (২ জুলাই) ভারতের জনপ্রিয় সংবাদপত্র হিন্দুস্থান টাইমস জানিয়েছে এই খবর। দোরাইস্বামীর জায়গায় সুধাকর ডালেলার ঢাকার আসার আভাস দিয়েছে সংবাদপত্রটি।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,  লন্ডনে গায়ত্রী ইশার কুমারের উত্তরসূরি হতে দোরাইস্বামীর যাওয়া ঠিক হয়ে গেছে।

দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনার পদে যোগ দেন দোরাইস্বামী। সে সময় তিনি রীভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হয়েছিলেন। বাংলাদেশে আসার আগে তিনি দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

দিল্লি ইউনিভার্সিটির ইতিহাসের ছাত্র দোরাইস্বামী ১৯৯২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে কিছুদিন তিনি সাংবাদিকতাও করেছিলেন।

অনদিকে, ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন সুধাকর। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ প্রধানের দায়িত্বে রয়েছেন। কূটনীতিক হিসেবে তার কাজ শুরু হয় ইসরাইলে। পরে তিনি ব্রাজিল, সুইজারল্যান্ডেও কাজ করেছেন। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে রাজনীতি বিষয়ক মিনিস্টারের পদেও ছিলেন সুধাকর।

কর্মজীবনে ঢাকায় ভারতীয় হাই কমিশনেও কাজ করে গেছেন সুধাকর। তিনি দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের দায়িত্বও সামলে এসেছেন, তখন তার দায়িত্ব ছিল দক্ষিণ এশিয়া, চীন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ভারতের স্বার্থ দেখা।

মির্জা রুমন
 

এ সম্পর্কিত আরও পড়ুন বিদায় | নিচ্ছেন | দোরাইস্বামী | আসতে | পারেন | সুধাকর