ক্রিকেট

রান খরুচে মোস্তাফিজ, দিল্লির বড় সংগ্রহ

রান খরুচে মোস্তাফিজ, দিল্লির বড় সংগ্রহ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছে মোস্তাফিজুর রহমানের দল চেন্নাই  সুপার কিংস। খেলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ১৯১ রান সংগ্রহ করেছে দিল্লি। ৪ ওভার বল করে মাত্র এক উইকেট নিয়ে ৪৭ রান দিয়েছেন একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের আইপিএল খেলা মোস্তাফিজুর রহমান। রোববার মোস্তাফিজ নিজের সাবেক দল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে একটা মাইলফলকও ছুঁয়েছেন।  সব মিলিয়ে ২৬তম এবং সাকিব আল হাসানের (৪৮২) পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট নিয়েছেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে সাবেক সতীর্থ—ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে এই রেকর্ড গড়েন তিনি। ২০১৬ সালে এই ওয়ার্নারের নেতৃত্বেই আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ; সে বছরই মোস্তাফিজ পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি। শুধু ওই ওভারটিতেই ৪ রান দিয়েছেন মোস্তাফিজ। বাকি ৩ ওভারে দিয়েছেন ১৮, ১৩ ও ১২ রান।  

এ সম্পর্কিত আরও পড়ুন রান | খরুচে | মোস্তাফিজ | দিল্লির | বড় | সংগ্রহ