জাতীয়

কাল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করবে বিআরটিসি

কাল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করবে বিআরটিসি
আগামী ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালাবে বিআরটিসি। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (২ এপ্রিল) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করবে বিআরটিসি। দেশের বিভিন্ন জায়গায় থাকা বিআরটিসির ডিপো থেকে যাত্রীরা টিকিট কিনতে পারবেন। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে অন্যান্য পরিবহনের মতো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রির এ সিদ্ধান্ত নিয়েছে। বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার শুকদেব ঢালী সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে গত বছরগুলোর মতো বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৫ এপ্রিল থেকে 'ঈদ স্পেশাল সার্ভিস'র আয়োজন করেছে। আগামী ২ এপ্রিল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদ সার্ভিসের বাস চলাচল করবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন কাল | ঈদের | অগ্রিম | টিকিট | বিক্রি | করবে | বিআরটিসি