ফুটবল

ইতিহাদে ড্র, অ্যানফিল্ডে জয়, শীর্ষে লিভারপুল

ইতিহাদে ড্র, অ্যানফিল্ডে জয়, শীর্ষে লিভারপুল
ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের ম্যাচ ড্র হয়েছে।  অন্যদিকে ব্রাইটনের বিপক্ষে জয় লাভ করেছে লিভারপুল।  এই দুই ঘটনায় সবচেয়ে লাভবান হয়েছে লিভারপুল।  এখন ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে ‘ইয়ুর্গেন ক্লপ’ এর শিষ্যরা অবস্থান করছে শীর্ষে।  গোলশূন্য ড্র করে আর্সেনাল আছে দ্বিতীয় অবস্থানে, ২৯ ম্যাচে পয়েন্ট সংখ্যা ৬৫।  অন্যদিকে ম্যানসিটির অবস্থান তৃতীয়তে, যেখানে ২৯ ম্যাচ খেলে পয়েন্টে তাদের অবস্থান ৬৪।  প্রিমিয়ার লিগের সর্বশেষ পয়েন্ট সংযোজনে টেবিলে ছড়াচ্ছে উত্তাপ।   সিটির সাথে ম্যাচ জিততে পারলে লাভবান হতে পারত আর্সেনাল।  তাদের সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার।  কিন্তু তা হয়নি।  শে ষপর্যন্ত গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে আর্সেনাল এখন দুইয়ে।  আর সিটি জিতলে অন্তত দ্বিতীয় অবস্থানে ওঠার সুযোগ ছিল তাদের।  সেটিও ঘটেনি।  ফলে কেবল উন্নতি দেখেছে লিভারপুল।   সিটি ও আর্সেনাল ম্যাচে দুই দলের জন্যই ছিল গোল করার সুযোগ।  আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের চেষ্টা বাইরে দিয়ে বের হয়ে যায়।  এমন ঘটনা ঘটে দুই বার।  সিটির জন্য যে সুযোগ ছিল, তা হেলায় হারিয়েছে নাথান আকে।  ম্যাচের প্রথমার্ধের কথা তো গেল।  দ্বিতীয়ার্ধে আর্সেনালের অংশে বলের উপস্থিতি ছিল বেশি।  সিটিকে সুযোগ দেওয়ার ব্যাপারে গানাররা ছিল বেশ কৃপণ।  ফলে সুবিধা করে উঠতে পারেনি পেপ গার্দিওয়ালার দল।   সিটির মাঠে আর্সেনালের ভাবনা ছিল রক্ষণ সামলানো।  লাল-সাদা জার্সিধারিরা সাধারণত গোল করায় পারদর্শিতা দেখিয়েছে পুরো মৌসুমে।  তবে সিটির সাথে এই গুরত্বপূর্ণ ম্যাচে সেসব দিকে যায়নি মিকেল আরতেতার শিষ্যরা।  বরং যে ১ পয়েন্ট সিটির মাঠ থেকে অর্জন করেছে, তা নিয়ে সন্তুষ্টি দেখা যায় আর্সেনালকে।   অন্যদিকে লিভারপুল-ব্রাইটন ম্যাচে, শুরুতেই ড্যানি ওয়েলবেকের গোলে এগিয়ে যায় ব্রাইটন।  পরে অবশ্য আক্রমণে ধার বাড়িয়ে দেয় লিভারপুল।  নিজেদের হোম ম্যাচে কোনোভাবেই ব্রাইটনের কাছে পরাজিত হওয়ার দুঃখ বরণ না করার তীব্র আকাঙ্ক্ষা চোখে পড়ে মোহাম্মদ সালাহ-লুইস দিয়াজদের চোখে মুখে।  প্রথমে ২৭ মিনিটে দিয়াজের গোলে সমতা এবং ৬৬ মিনিটে সালাহর গোলে এগিয়ে গিয়ে ২-১ এ শেষ হয় লিভারপুল-ব্রাইটন ম্যাচ।      

এ সম্পর্কিত আরও পড়ুন ইতিহাদে | ড্র | অ্যানফিল্ডে | জয় | শীর্ষে | লিভারপুল