ফুটবল

এই রদ্রিগোকে কীভাবে বিক্রি করবে রিয়াল!

এই রদ্রিগোকে কীভাবে বিক্রি করবে রিয়াল!
ডান দিক থেকে ব্রাহিম দিয়াজের ক্রস।  বাম দিকে নিজের নিয়ন্ত্রণে নেন রদ্রিগো। বল পেয়ে আড়াআড়ি ভাবে এগিয়ে যান।  সামনে ছড়িয়ে থাকা প্রতিপক্ষের তিন-চার জন ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ডান পায়ের শট। বুলেট গতিতে বল জালে। হলুদ কার্ড জটিলতায় সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এ ম্যাচে  খেলতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। তার জায়গায় ডান প্রান্তে কোচ কার্লো আনচেলত্তি খেলান রদ্রিগোকে। লেফট উইঙ্গে খেলতে নেমেই রদ্রিগো দেখালেন ভয়ঙ্গকর রূপ। খেলার মাত্র ৮ মিনিটেই একক নৈপুণ্যে এভাবেই এগিয়ে নেন দলকে। ভিনিসিয়াস না থাকায় দলের গুরুদায়িত্ব যে নিজের উপর সেটা হয়তো রদ্রিগো ভুলে যাননি ম্যাচের শেষ দিকে এসেও। ৭৩তম মিনিটে বেলিংহামের থ্রু ফাকায় পেয়ে যান রদ্রিগো। বল পেয়ে বক্সে ঢুকে সামনে থাকা প্রতিপক্ষের ডিফেন্ডার গোলররক্ষক সবাইকে ফাকি দিয়ে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। রদ্রিগোর জোড়া গোলে পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধানটা আটে নিয়ে গেল রিয়াল। ৩০ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৭৫, সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৬৭। এই ম্যাচে জোড়া গোলসহ চলতি মৌসুমে সব মিলিয়ে রদ্রিগোর গোলসংখ্যা দাঁড়ালো ১৩টি। গুঞ্জন আছে, কিলিয়ান এমবাপ্পে রিয়ালে যোগ দিলে বিক্রি করা হতে পারে রদ্রিগোকে। বিক্রি না হলেও তাঁর জায়গা হতে পারে বেঞ্চে। মাদ্রিদের হয়ে এমন পারফর্ম করা ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিক্রি কিংবা বেঞ্চে কীভাবে রাখবেন কোচ! মধুর সমস্যায় পড়তে হতে পারে আনচেলত্তিকে।    

এ সম্পর্কিত আরও পড়ুন রদ্রিগোকে | কীভাবে | বিক্রি | করবে | রিয়াল