দেশজুড়ে

তেঁতুলের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ শেষে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

তেঁতুলের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ শেষে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
কুমিল্লার চৌদ্দগ্রামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাহিদা ইসলাম ইলমা নামে এক শিশুকে তেঁতুলের লোভ দেখিয়ে ধর্ষণ শেষে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল ১ আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামী মোহাম্মদ আলী বাপ্পি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে তাহিদা ইসলাম ইলমা বাসার সামনে খেলছিল। এ সময় প্রতিবেশী বাপ্পি তেঁতুলের লোভ দেখিয়ে ইলমাকে তার ঘরে নিয়ে প্রথমে ধর্ষণ করে। পরে মরদেহটি কাঁথা পেচিয়ে পাশের ডাকাতিয়া নদীতে ফেলে দেয়৷ পরদিন ইলমার মরদেহ খুঁজে পায় স্বজনরা। এ ঘটনায় ইলমার বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামী বাপ্পিকে গ্রেপ্তার করে। পরে ১০ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন তেঁতুলের | লোভ | দেখিয়ে | শিশুকে | ধর্ষণ | শেষে | হত্যা | যুবকের | মৃত্যুদণ্ড