দেশজুড়ে

অচেনা নারীকে বাঁচাতে জীবন দেয়া কলেজছাত্র ছিলো মায়ের একমাত্র অবলম্বন

অচেনা নারীকে বাঁচাতে জীবন দেয়া কলেজছাত্র ছিলো মায়ের একমাত্র অবলম্বন
গাইবান্ধা সদর উপজেলায় রাজিয়া বেগম নামে এক গৃহবধূ সন্তান কোলে নিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জুবায়ের রহমান জামিল নামে কলেজছাত্র  নিহত হন। সোমবার (১ এপ্রিল) সকালের দিকে গাইবান্ধা শহরের আদর্শ কলেজ সংলগ্ন রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের ফুলছড়ির একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েন। এরপর সদর উপজেলার উত্তর হরিণসিংহা এলাকার এসকেএস স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি হন। জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করে একই কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছিলেন। স্বজনেরা জানান, জোবায়ের শহরের থানাপাড়ার একটি মেসে থেকে লেখাপড়া করতেন। গতকাল রেললাইনের পাশ দিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই নারীকে আত্মহত্যার চেষ্টা করতে দেখে তিনি বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন। মা জেবা আক্তার কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকে বলেন, ‘রোজার কয়েক দিন আগে বাড়ি থেকে গেছে। এর পর থেকে সে মেসে ছিল। আগামী বৃহস্পতিবার ঈদের ছুটিতে বাড়ি আসার কথা। কিন্তু সব শেষ হয়ে গেলো।

এ সম্পর্কিত আরও পড়ুন অচেনা | নারীকে | বাঁচাতে | জীবন | দেয়া | কলেজছাত্র | ছিলো | মায়ের | একমাত্র | অবলম্বন