দেশজুড়ে

ইতালি পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

ইতালি পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ পথে লিবিয়া হতে ইতালিতে মানব পাচারের অভিযোগ এই চক্রের একজন জনকে গ্রেপ্তার করেছে  পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম জেবু মিয়া (৪০)। মঙ্গলবার (২ এপ্রিল) জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বায়ান্ন টিভিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মো. মিজান মিয়া নামক স্থানীয় এক যুবককে ইতালিতে পাঠাবে বলে স্থানীয় দালাল আজিজুর মিজানের পরিবারের সাথে দশ লক্ষ পঞ্চশ হাজার টাকার চুক্তি করে। চুক্তি অনুযায়ী প্রথমে দুবাই ও পরে লিবিয়া নিয়ে যায়। লিবিয়া নিয়ে মিজান মিয়াকে জিম্মি করে দশ লক্ষ  পঞ্চাশ হাজার টাকা আদায় করে আজিজুর। কয়েক দিন সেখানে থাকার পর আজিজুর, ওই যুবককে আর এক দালাল জেবু মিয়ার হাতে তুলে দেয়। দালাল জেবু মিয়া মিজানকে অন্য স্থানে নিয়ে জিম্মি করে এবং মিজানের মা রেখা বেগমের কাছ থেকে আরও দশ লক্ষ টাকা আদায় করে। পরে মোছা. রেখা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করলে, থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে  জেবু মিয়াকে গ্রেপ্তার করেন। মোছা. রেখা বেগম জানান, দালাল আজিজুর রহমান ও জেবু মিয়া মিলে তাঁর কাছে থেকে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে। দালালরা তাঁর ছেলেকে স্পিড বোটে করে  লিবিয়া থেকে ইতালিতে পাঠানোর সময়।   লিবিয়া পুলিশে  তাঁর ছেলেকে আটক করে দেশে ফেরত পাঠায়। দেশে আসার পর দালালদের কাছে টাকা চাইলে দালালরা রেখা বেগম ও তাঁর ছেলেকে হত্যার হুমকি প্রদান করে। প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত আসামীকে সুনামগঞ্জ আদলতে প্রেরণ করা হয়েছে

এ সম্পর্কিত আরও পড়ুন ইতালি | পাঠানোর | নামে | ২০ | লাখ | টাকা | আত্মসাৎ | গ্রেপ্তার | ১