আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাইওয়ানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পর তাইওয়ান ও এর প্রতিবেশী দেশ জাপান, ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেয়া হয়। বুধবার (০৩ এপ্রিল) বিবিসি, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল এবং রাজধানী তাইপেই ছাড়াও জাপানের দক্ষিণাঞ্চল, চীনের পূর্বাঞ্চল এবং ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ৩৪ দশমিক ৮ কিলোমিটার। স্থানীয় সময় বুধবার (৩ এপ্রিল) সকাল ৭টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে জাপানের আবহাওয়া সংস্থা বলছে, জাপানের স্থানীয় সময় সকাল ৯টার কিছু সময় আগে তাইওয়ানের কাছে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৫। প্রাথমিক ভাবে জাপানের আবহাওয়া সংস্থা ওই ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে জানালও পরবর্তীতে এর মাত্রা ৭ দশমিক ৫ বলে জানানো হয়। দেশটির ভূমিকম্পবিষয়ক সংস্থা বলছে, তাইওয়ানে গেলো ২৫ বছরের মধ্যে এটাই সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয় এবং প্রায় পাঁচশর মতো ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন শক্তিশালী | ভূমিকম্পে | কাঁপল | তাইওয়ান