অপরাধ

২০ লাখ টাকা মুক্তিপণ চায় কেএনএফ : র‍্যাব

২০ লাখ টাকা মুক্তিপণ চায় কেএনএফ : র‍্যাব
বান্দরবানে রুমা উপজেলা থেকে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দীনকে মুক্তি দিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) অপহৃত ব্যাংক কর্মকর্তার পরিবারের বরাত দিয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত ব্যাংক কর্মকর্তার পরিবারের এক সদস্য গণমাধ্যমকে  জানান, ৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় নেজাম উদ্দিনের সঙ্গে তার স্ত্রী মাইছূরা ইসফাতের ফোনে কথা হয়েছে। অপহরণকারীরা তার মুক্তির জন্য ২০ লাখ টাকা দাবি করেছে। পরে পরিবার বিষয়টি সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে, ব্যাংক কর্তৃপক্ষ নেজামকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে বলে তাঁর পরিবারকে আশ্বস্ত করেছে। সোনালী  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম জানান, বান্দরবানের রুমা শাখাতে সশস্ত্র সদস্যরা ভল্ট খুলতে পারেনি এবং কোনো টাকাও লুট করতে পারেনি। তাদের যে ম্যানেজারকে অপহরণ করেছে, তাকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি ভালো আছেন। তবে বান্দরবানের থানচি শাখা থেকে  আট লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এর আগে ২ এপ্রিল রাত ৮টার দিকে রুমা উপজেলা প্রশাসন ভবনে হামলা চালায় একদল সশস্ত্র গোষ্ঠী। এ সময় সন্ত্রাসীরা সোনালী ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তারক্ষীসহ অন্তত ২০ জনকে মারধর করে রুমা শাখা ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণ করে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, কেএনএফ এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার ভিডিপির দুটি এসএমজি ও ৬০ রাউন্ড গুলি, আটটি চীনা রাইফেল ও ৩২০ রাউন্ড গুলি ও আনসারের চারটি শর্টগান ও ৩৫ রাউন্ড গুলি লুট করে। প্রসঙ্গত, অপহৃত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন ২০ | লাখ | টাকা | মুক্তিপণ | চায় | কেএনএফ | | র‍্যাব