দেশজুড়ে

টেকনাফে ধুম পড়ছে ঈদের বেচা-কেনার

টেকনাফে ধুম পড়ছে ঈদের বেচা-কেনার
বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উৎসবকে কেন্দ্র করে পরিবার-পরিজনদের মধ্যে চলে নতুন পোশাক কেনার হিড়িক। তবে টেকনাফের বিভিন্ন বিপণিবিতান ও শপিংমলে এখন ঈদের বেচা-কেনা জমজমাট। রমজানের প্রথম দিকে বেচা-কেনা কিছুটা কম হলেও কিন্তু এখন পুরোদমে বেচা-কেনায় ব্যস্ত ব্যবসায়ীরা। পবিত্র ঈদকে সামনে রেখে বাজারের বড়-বড় শপিংমল থেকে শুরু করে, মাঝারি দোকান ও ফুটপাতেও চলছে ব্যাপক বেচা-কেনা। এদিকে চৈত্রের প্রখর রোদ ও তীব্র গরমকে উপেক্ষা করে পরিবার-পরিজন ও আত্মীয় স্বজনদের জন্য পোশাকসহ হরেক রকমের পণ্য কিনছেন মানুষ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সরেজমিন গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের মাঝে চলছে দর কষাকষি। কেউ পছন্দ হলেই কিনে নিচ্ছে নিজের পছন্দের জিনিস। একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রমজানের শুরুর দিকে বেচা-কেনা তেমন একটা ছিল না। পনেরো রমজান পর অনেক বেশি বেচা-কেনা বাড়ছে। গরমের কারণে ক্রেতারা দিনে কিছুটা কম ভিড় করলেও, ইফতারের পর ক্রেতাদের ভিড় অনেক বেড়ে যায়। তবে গেল ঈদের তুলনায় এবার বেচা-কেনা কিছুটা কম। তবে এখনো ঈদের কয়েকদিন বাকি রয়েছে, তাতে বেচা-কেনা আরও বাড়বে বলেই বিক্রেতারা আশা প্রকাশ করছেন। হাফিজ উল্লাহ নামের এক ক্রেতা বলছেন, দ্রব্য মূল্যের দাম বাড়ার কারণে নতুন পোশাকের দামও গত বছরের তুলনায় অনেকটা বেশি মনে হচ্ছে। ফলে সাধ্যের মধ্যে পছন্দের পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে অনেকটা। টেকনাফ সদরের জালিয়াপাড়ার বাসিন্দা রিফাত উদ্দিন বলছেন, আমরা সাধারণত নিম্নবিত্ত। কোনোকিছু কিনতে বেশি দামে আমাদের হিমশিম খেতে হয়। গতবছর যে জিনিসের দাম একশ টাকা, বছর তা বেড়ে হয়ে গেছে আড়াইশ টাকার মতো। তারপরেও বছরে একবার ঈদেইতো জামা-কাপড় কেনা হয়, তাই দাম বেশি হলেও দেখে শুনে কিনতে হচ্ছে। টেকনাফ বার্মিজ মার্কেটের কসমেটিকস বিক্রেতা জাহেদ জায়েদি বলেন, বেচা-কেনা গতবছরের তুলনায় অনেকটা বাড়ছে। ভাবছিলাম বেচা-কেনা এবার অনেক কম হবে। আশা করছি ইদ আসতে যে কয়দিন বাকি আছে তাতে বিক্রি আরও বাড়বে। আলো শপিং কমপ্লেক্সের রহিমউল্লাহ নামের এক বিক্রেতা বলেন, বেচা-কেনা চলছে ভালোই। আশি ভাগ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের লোক। কেউ নিজের পছন্দের জিনিসকে দর কষাকষি করে কিনছে আবার কেউ দাম বেশি হওয়ায় কিনতে হিমশিম খাচ্ছে। সবমিলিয়ে ক্রেতাদের বেশ সমাগম হচ্ছে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন টেকনাফে | ধুম | পড়ছে | ঈদের | বেচাকেনার