আবহাওয়া

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব
বৈশাখের শুরুতেই তাপপ্রবাহে নাকাল রাজধানীবাসী। তীব্র তাপপ্রবাহের পর নগরীর বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি নেমেছে। হঠাৎ আকাশ কালো করে শুরু হয় কাল বৈশাখী ঝড়। সঙ্গে বইছে দমকা বাতাসও। তবে হঠাৎ বৃষ্টিতে গণপরিবহনের যাত্রী ও সড়কে থাকা পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে সূর্যের দখলে ছিল আকাশ। তবে বিকেল ৩ টা থেকে কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন জায়গায়। আধা ঘণ্টা পরই বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। প্রসঙ্গত, ৫৪ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবনে নাভিশ্বাস অবস্থা। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। তবে এ সময়ের বৃষ্টি বেশি সময় স্থায়ী থাকবে না বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীতে | কালবৈশাখীর | তাণ্ডব