ইসরায়েলের ছোড়া একটি ক্ষেপনাস্ত্র ইরানে আঘাত হেনেছে বলে দাবি করেছেন দুই মার্কিন কর্মকর্তা। বলা হয় ক্ষেপনাস্ত্রটি ইরানের ইসফান শহরে আঘাত হেনেছে। কিন্তু ইরানের গণমাধ্যম বলছে, ইসফান শহর এখনো অক্ষত আছে। এ ঘটনার জেরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে ইরান।
স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বৃটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইবি এর এক প্রতিবেদক ইসফান শহরের উচু বিল্ডিংয়ের উপর উঠে সরাসরি সম্প্রচারে দাবি করছে শহরটি এখনো অক্ষত। শহরে মানুষের চলাচল স্বাভাবিক।
আইআরআইবি আরও জানায়, কয়েক ঘন্টা আগে আকাশে শব্দ শোনা গিয়েছিলো। কিছু ড্রোন আকাশে উড়ছিল এরপরে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সে ড্রোনগুলো ধ্বংস করে দেয়।
যদিও ইসফানের প্রাদেশিক সরকার হামলার বিষয়ে এখনো অফিসিয়ালি কিছু জানায়নি।
বিবিসি বলছে, ইসরায়েল ৩০০ এর অধিক মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েলে এ হামলা চালিয়েছে। এর আগে গেলো ১৩ এপ্রিলের হামলার পর ইসরায়েলের হুমকির প্রেক্ষিতে ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল।
এদিকে সাবেক মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট ইসফান শহরের গুরুত্ব এবং হামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ইসফান শহরটি ইরানের পারমাণবিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে ইরানের পরমাণু প্রোগ্রামের প্রশিক্ষণ, গবেষণা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। তাই এই শহরটিকে নিজেদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল।
আই/এ