গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্তানদের মারধর সহ্য না করতে পেরে কীটনাশক পানে বাবা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার ৬ দিনের মাথায় ৮০ বছর বয়সী সুরেন গাইন মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জানা যায়, গত শনিবার (১৬ নভেম্বর) পারিবারিক বিষয় নিয়ে সুরেন গাইনের সঙ্গে তার দুই ছেলে খোকন গাইন (৪৫) ও প্রদীপ গাইনের (৪০) বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই ভাই মিলে বাবার গায়ে হাত তোলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে ওই দিন দিবাগত রাতে তাদের বাবা ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে অসুস্থ অবস্থায় তাকে পরিবারের লোকজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে ভর্তি করেন। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। ছয় দিন চিকিৎসা শেষে তিনি মারা যান।
এ বিষয়ে অভিযুক্ত দুই ছেলে গণমাধ্যমকে কিছু বলতে রাজি হননি। তবে খোকন গাইনের স্ত্রী সুচিত্রা গাইন দাবি করেন, তার শ্বশুর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কী কারণে কীটনাশক পান করেছেন তা তাদের জানা নেই।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে এখনও অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ