চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে পিএসজির কাছে ৪–১ গোলে হেরে বিদায় নেয় বার্সেলোনা। দলের এমন হতাশাজনক বিদায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে বার্সা সমর্থকদের একাংশ। বিশেষ করে দলটির ডিফেন্ডার জোয়াও কানসেলোর সামাজিক যোগাযোগমাধ্যম আইডিতে হামলে পড়েছে ক্ষুব্ধ সমর্থকরা।
চলতি মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’য় আগামীকাল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচ সামনে রেখে ইএসপিএনকে সাক্ষাৎকারে ইনস্টাগ্রামে পাওয়া হুমকির বিষয়টি জানিয়েছেন কানসেলো।
সাক্ষাৎকারের একটি অংশে পর্তুগিজ ফুলব্যাক বলেন, ‘লোকেরা যাচ্ছেতাই লিখেছে। ইনস্টাগ্রামে এমনও মন্তব্য দেখেছি, যেখানে আমার মেয়ের মৃত্যু কামনা করা হয়েছে। অথচ ওর এখনো জন্মই হয়নি। তারা কথাগুলো আমার সামনে এসে বলতে পারবে না। কারণ, তারা জানে এতে ঝামেলা হবে। কিন্তু (সামাজিক যোগাযোগমাধ্যমে) যা মন চায়, সেটাই লিখতে পারে।’
সাক্ষাৎকারে কানসেলো আরও বলেন, ‘তারা আমার সঙ্গী, মেয়ে ও অনাগত সন্তানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। আপনাকে এটার (নিষ্ঠুরতার) সঙ্গে বসবাস করতে জানতে হবে। আমি জানি কীভাবে চলতে–ফিরতে হয়। কিন্তু তাদের নিয়ে কী বলব, সেটা জানা নেই।’
যাঁরা তাঁর পরিবারের মৃত্যু কামনা করেছেন, তাঁদের প্রতি একটা আহ্বানও জানিয়েছেন কানসেলো, ‘একটি শিশুর মৃত্যু কামনা করা সত্যিই গুরুতর ব্যাপার। মানুষ টেলিভিশনে যে ফুটবলকে দেখে, সেটার পেছনের গল্পটা তারা জানেনি। তাদের বোঝা উচিত, আমরা যারা ফুটবলার, তারাও মানুষ। আমরা ঠিক তাদের মতোই।’