আর্কাইভ থেকে বাংলাদেশ

চলে গেলেন বর্ষীয়ান গজল সম্রাট ভূপিন্দর সিং

চলে গেলেন বর্ষীয়ান গজল সম্রাট ভূপিন্দর সিং

করোনার সঙ্গে দশ দিনের লড়াইয়ের পর প্রয়াত হলেন গজল সম্রাট ভূপিন্দর সিং। গেলো সোমবার (১৮ জুলাই)  মুম্বাইয়ে একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ সংগীত শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। 

গায়কের স্ত্রী মিতালি সিং জানিয়েছেন, বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন এ শিল্পী। একাধিকবার মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সোমবার বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

হিন্দী ও বাংলা ভাষায় অজস্র গান গেয়েছেন ভূপিন্দর সিং। তার বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে, ‘এক অকেলা ইস শহর মে’, ‘নাম গুম যায়েগা’, ‘দিল ঢুন্ডতা হ্যাঁয় ফির ওয়াহি’ ইত্যাদি।

মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া, ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও রয়েছে এ প্রজন্মের প্রিয় গানের তালিকায়। তার ভারী কণ্ঠস্বরের নরম সুরে ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গান শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস। তিনি বললেন, ভূপিন্দরজি আমার বড় দাদা ছিলেন। সঙ্গীত দুনিয়া আবারও অভিভাবকহীন হয়ে গেলো সেই সঙ্গে দেশ হারাল তার আরও এক কৃতী সন্তান। তার গায়নরীতি,কন্ঠস্বর সবার থেকে আলাদা। তার গাওয়া গানের মাধ্যমে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন যুগ যুগ।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন চলে | গেলেন | বর্ষীয়ান | গজল | সম্রাট | ভূপিন্দর | সিং