দেশজুড়ে

ব্যাগে ফ্যান নিয়ে বের হওয়ার পরামর্শ দিলেন হিট অফিসার

ব্যাগে ফ্যান নিয়ে বের হওয়ার পরামর্শ দিলেন হিট অফিসার
তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে নগরবাসীকে ব্যাগে পানির বোতল, টুপি, ফ্যান, ছাতার মতো জিনিসপত্র রাখার পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন। রোববার (২১ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এসব কথা বলেন চিফ হিট অফিসার। চিফ হিট অফিসার জানান, খাবার পানির সুব্যবস্থা ও ছায়াযুক্ত স্থান বাড়াতে সিটি কর্পোরেশন যথাসাধ্য চেষ্টা করছে। ‘কুলিং স্পেস’-এর ব্যবস্থা করার হচ্ছে, যেন পথচারীরা বিশ্রাম নেওয়ার সুযোগ পায়।সকলকে অবশ্যই আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে এগিয়ে আসতে হবে। বুশরা আফরিন বলেন, আবহাওয়া অধিদপ্তরসহ আরও বেশ কিছু সরকারি-বেসরকারি ও এনজিওর সঙ্গে সিটি কর্পোরেশন যুক্ত হয়ে বেশ কিছু কার্যক্রম শিগগিরই চালু করতে যাচ্ছে। কল্যাণপুর ও বনানীতে পাইলট প্রজেক্ট হিসেবে  নগর বন তৈরি করতে যাচ্ছেন তাঁরা। যা একই সঙ্গে শীতলকরণ,বায়ু দূষণ রোধ ও মাটির গুণাগুণ বৃদ্ধি করবে। গত এক বছরে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে বুশরা  বলেন, এর মধ্যে অন্যতম হলো বস্তি এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করা। কারণ তারা অন্যতম প্রবল ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। সেসব জায়গায় গাছ লাগানোর মাধ্যমে তাদের সম্পৃক্ত করা হয়েছে, সেসব গাছের রক্ষণাবেক্ষণের জন্যও সচেতন করা হয়েছে। তিনি বলেন, ঢাকা শহরের প্রায় ৮০ শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে। এর ফলে নানা রকম সমস্যার সঙ্গে বাড়ছে তাপমাত্রাও। দিন দিন বাড়তে থাকা জনসংখ্যার ঘনত্বের কারণে সংকটে পড়া ঢাকার তাপমাত্রা গ্রামাঞ্চলের চেয়ে বেশি হচ্ছে। প্রসঙ্গত, গত বছরের ৩ মে ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তির মাধ্যমে নিয়োগ পান এশিয়ার প্রথম হিট অফিসার বুশরা আফরিন। আর ১২ দিন পরই তার নিয়োগের এক বছর পূর্ণ হবে। ওই নিয়োগ চুক্তির আওতায় ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার কথা ডিএনসিসি ও রকফেলার ফাউন্ডেশনের। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যাগে | ফ্যান | নিয়ে | বের | হওয়ার | পরামর্শ | দিলেন | হিট | অফিসার