রাজশাহীতে এবার ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ১৭৫টি সেমিপাকা ঘর। ইতোমধ্যে এই ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে।
আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদানের উদ্বোধন করবেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষে প্রেস ব্রিফিংয়ের করা হয়।
জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন একজন মানুষও গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশে ২৬ হাজার ৩৯০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান হবে। তিনি বলেন, রাজশাহী জেলায় হালনাগাদকৃত ভূমি ও গৃহহীন পরিবারের সংখ্যা ৪ হাজার ৩২১টি।
এর মধ্যে প্রথম পর্যায়ে ৬৯২টি, দ্বিতীয় পর্যায়ে ৮৫৪টি, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১ হাজার ১৪৯টি ঘরের চাবিসহ দুই শতক জমি হস্তান্তর করা হয় এবং তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে রাজশাহী জেলায় ১৭৫টি ঘরের চাবি হস্তান্তর করা হবে। তিনি বলেন, তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে পবা উপজেলায় ১০টি, মোহনপুর উপজেলায় ১০টি, তানোর উপজেলায় ১৭টি, গোদাগাড়ী উপজেলায় ১৮টি, পুঠিয়া উপজেলায় ১৭টি, দূর্গাপুর উপজেলায় ২৫টি, চারঘাট উপজেলায় ৩৩টি, বাঘা উপজেলায় ৩০টি এবং বাগমারা উপজেলায় ১৫টি পরিবার জমি ও গৃহ পাবে। অবশিষ্ট এক হাজার ৪৫১টি পরিবারকে এই বছরের মধ্যেই পুনর্বাসন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক আরও জানান, ঐদিন বাঘা, চারঘাট ও মোহনপুর এই ০৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং রাজশাহীতে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহা