বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মিনিবাস ও মাহিন্দ্রার সংঘর্ষে চারজন মারা গেছেন। এ সময় আহত হন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার (২০ জুলাই) দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।
তিনি জানান, আজ দুপুরে মিনিবাসটি পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় মাহিন্দ্রায় চালকসহ সাতজন ছিলেন। তাদের মধ্যে নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাসনিয়া রহমান