রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে আগামী রোববার সিল্কসিটি ট্রেনটির সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ট্রেনেও বাড়তি কোচ সংযুক্ত করা হবে। বললেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান।
আজ বুধবার (২০ জুলাই) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন। ওই দিন ঢাকা থেকে যাত্রীদের নিয়ে সিল্কসিটি সরাসরি রাজশাহী আসবে। অন্য কোথাও থামবে না। এ ছাড়া রাজশাহীর অন্যান্য ট্রেনেও বাড়তি কোচ দেয়ার প্রক্রিয়া চলছে। রেলওয়ে কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করে রেল লাইন ছাড়েন পরীক্ষার্থীরা। ফলে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ভর্তি পরীক্ষায় অংশ নিতে রাজশাহী যাওয়ার জন্য ট্রেনের টিকিট না পেয়ে বিমানবন্দর স্টেশনে সকাল ৯টা থেকে রেল লাইন অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয় পরীক্ষার্থীরা। অবরোধের ফলে বিমানবন্দর স্টেশন হয়ে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে সাড়ে ৩ ঘণ্টা।
মেহা