আর্কাইভ থেকে বাংলাদেশ

ঘাতক সেই ট্রাকচালক ২ দিনের রিমান্ডে

ঘাতক সেই ট্রাকচালক ২ দিনের রিমান্ডে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ তিনজন নিহত ও মৃত মায়ের পেট ফেটে শিশু জন্ম নেয়ার ঘটনায়  ট্রাকচালক রাজু আহমেদ শিপনের দুইদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২০ জুলাই) দুপুরে ত্রিশাল থানা পুলিশ ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে চালককে হাজির করলে বিচারক মো. তাজুল ইসলাম সোহাগ দুইদিন রিমান্ড মঞ্জুর করেন। পরে ড্রাইভার রাজুকে আদালত থেকে জেল পাঠানো হয়।

অভিযুক্ত ওই ট্রাকচালককে গেলো সোমবার রাতে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

উল্লেখ্য, ১৬ জুলাই দুপুরে উপজেলার রাইমনি গ্রামের জাহাঙ্গীর আলম মেয়ে সানজিদাকে (৬) সঙ্গে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগমকে আল্ট্রাসনোগ্রাফি করাতে ত্রিশালে যান। পৌর শহরের খান ডায়াগনোস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম, রত্না বেগম নিহত হন ও ঘটনাস্থলেই রত্না বেগমের পেট ফেটে শিশুটির জন্ম হয়। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনাইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। নতুন করে শিশুটির শ্বাসকষ্ট, জন্ডিস ও রক্তস্বল্পতা দেখা দিয়েছে।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন ঘাতক | ট্রাকচালক | ২ | দিনের | রিমান্ডে