বাংলাদেশ

শিব নারায়ণ দাশের কর্নিয়ায় পৃথিবীর আলো দেখলেন কালাম ও মশিউর

শিব নারায়ণ দাশের কর্নিয়ায় পৃথিবীর আলো দেখলেন কালাম ও মশিউর
জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাশের নিজের দান করা কর্নিয়ায় পৃথিবীর আলো দেখার সুযোগ পেয়েছেন অন্ধ কালাম ও মশিউর। মশিউর রহমানের বাড়ি রংপুরে আর আবুল কালামের বাড়ি চাঁদপুরে। গেলো শনিবার (২০ এপ্রিল) সন্ধানী চক্ষু হাসপাতালে আবুল কালামের অপারেশন করেন ডা. শীশ রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মশিউর রহমানের কর্নিয়া প্রতিস্থাপন করেন ডা. রাজশ্রী দাস। এ বিষয়ে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সমন্বয়ক মো. সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, কর্নিয়া প্রতিস্থাপন করা দুই অন্ধ ব্যক্তি বর্তমানে পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন। তবে পুরোপুরি কার্যকর হতে মাসখানেক সময় লাগবে। বর্তমানে দুজনই সুস্থ আছেন। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার জাসদ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশ গেলো শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

এ সম্পর্কিত আরও পড়ুন শিব | নারায়ণ | দাশের | কর্নিয়ায় | পৃথিবীর | আলো | দেখলেন | কালাম | ও | মশিউর