দেশজুড়ে

ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা

ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
ছাত্রী হোস্টেলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন রাদিয়া তেহরিন উৎস (১৯) নামে এক শিক্ষার্থী। তিনি মিরপুর বাংলা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি একজন ট্রান্সজেন্ডার নারী ছিলেন। সোমবার (২২ এপ্রিল) রাতে রাজধানীর মিরপুরে একটি ছাত্রী হোস্টেলের ছাদ থেকে লাফিয়ে পড়লে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
তিনি লেখাপড়ার পাশাপাশি বিউটিশিয়ান (রূপসজ্জাকারী) হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি জামালপুরে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির আহম্মেদ গণমাধ্যমকে জানান, ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দিয়েছিলেন। সেখানে তিনি আত্মহত্যা করছেন বলে জানান। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সেটার তদন্ত চলছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন ফেসবুকে | পোস্ট | দিয়ে | ট্রান্সজেন্ডার | নারীর | আত্মহত্যা