নির্বাচনে যাবো কিভাবে, আমরা তো দেখছি ধীরে ধীরে নির্বাচন কমিশন, বিচার বিভাগকে তারা (আওয়ামী লীগ) দলীয় করণ করে ফেলেছে। গোটা রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্যে। সে অবস্থায় নির্বাচন বর্জন করা ছাড়া তো আর কোন উপায় ছিলো না। বললেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৩ এপ্রিল) একটি বেসরকারি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, সরকারপক্ষই বলতে থাকে বিএনপি ভুল করছে, ভুল করছে। আসলে এই পরিস্থিতিতে বিএনপি আর কিইবা করতে পারতো? গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি তো সব চেষ্টাই করেছে।
আন্দোলনে ব্যর্থতার পেছনে বিএনপির শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়েও সমালোচনা আছে তা মানতে নারাজ বিএনপি মহাসচিব।
তিনি বলেন, অসাধারণ সাংগঠনিক দক্ষতা তারেক জিয়ার। তিনি নিজেই মাঝে মাঝে বিস্মিত হন। খুব অল্প সময়ের মধ্যেই তারেক জিয়া গোটা বাংলাদেশের বিএনপিকে সাজিয়ে ফেলেছেন।
বিএনপি মহাসচিব দাবি করেন, প্রায় দেড় যুগ ক্ষমতার বাইরে থাকলেও বিএনপির প্রতি জনগণের ভালবাসা আরও বেড়েছে। বিএনপির রাজনীতি কখনও হুমকির সম্মুখীন হবে না। কারণ বিএনপির রাজনীতি হচ্ছে এ দেশের জনগণের রাজনীতি। এদেশের মানুষ একটি স্বাধীন স্বত্বা নিয়ে বাস করতে চায়।
তিনি আরও বলেন, কতবার বিএনপি ধ্বংস করার চেষ্টা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জিয়াউর রহমান সাহেবকে মেরে ফেলা হয়েছে, বিএনপি তো ভাঙেনি। শতকরা ৯০জন লোক বিএনপির রাজনীতির সঙ্গে একমত।
প্রসঙ্গত, দেশের সুন্দর ভবিষ্যতের জন্য মেধাবী তরুণদের রাজনীতিতে আসা উচিত বলে মনে করেন মির্জা ফখরুল।
আই/এ