আর্কাইভ থেকে বাংলাদেশ

ইডেনে আর ফেরা হলো না সালমার

ইডেনে আর ফেরা হলো না সালমার

রাজধানীর বংশালে রিকশা থেকে ছিটকে পড়ে উম্মে সালমা (২৪) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

সালমার চাচাতো ভাই হাসানের বরাত দিয়ে তিনি জানান, ঈদের ছুটি শেষে ভোরে চাচাতো বোন সালমাকে নিয়ে ভোলা থেকে লঞ্চে করে ঢাকায় আসেন। পরে রিকশায় করে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে যাওয়ার পথে বংশাল এলাকার ফায়ার সার্ভিসের একটু আগে রিকশা জোরে ব্রেক করলে সালমা রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। সাথে সাথে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আরও বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন ইডেনে | আর | ফেরা | হলো | সালমার