বরিশালে উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে চারজন মারা গেছেন। আহত হয়েছেন আরও আটজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ।
তিনি জানান, উপজেলার নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
আলী আরশাদ তিনি আরও জানান, এ সংবাদ পেয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এছাড়া আটজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তাসনিয়া রহমান