আর্কাইভ থেকে বাংলাদেশ

তরুণীর অশ্লীল ছবি বানানোর দায়ে সাত বছরের জেল

তরুণীর অশ্লীল ছবি বানানোর দায়ে সাত বছরের জেল

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের এক ছাত্রীর অশ্লীল ছবি বানানোর দায়ে শ্যাম দাস নামে এক যুবকের সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরের দিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। আইনি প্রতিকার পেতে ২০১৪ সালের ২৪ মে বাবুল চন্দ্র ও শ্যাম দাসের নামে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

দণ্ডিত শ্যাম দাস (৩৯) নাটোর সদরের লালবাজার এলাকার মৃত নারায়ন চন্দ্র দাসের ছেলে। একই মামলার প্রধান আসামি ছিলেন লালবাজার এলাকার নরেন্দ্রনাথ চন্দ্রের ছেলে বাবুল চন্দ্র। মামলা চলাকালীন তিনি মারা যান। 

সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন শ্যাম দাস। তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে, আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আদালত বলেছেন, ক্ষতিগ্রস্ত হিসেবে জরিমানার টাকা ভিকটিম পাবেন। আর মামলার হাজতবাস মূল কারাদণ্ড থেকে বাদ যাবে। 

জানা যায়, ২০১৪ সালে প্রতিবেশী বাবুল চন্দ্র ও শ্যাম দাসের নামে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন লালবাজার এলাকার বাসিন্দা ডলি রাণী সাহা। মামলা নম্বর ৪৩। ওই সময় ডলি রাণী সাহা রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। 

মামলার বিবরণে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বাবুল চন্দ্র ওই নারীকে পথে-ঘাটে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিচ্ছিলেন। তাতে রাজি না হওয়ায় অপহরণ এমনকি অশ্লীল ছবি বানিয়ে ছড়ানোর হুমকি দেন।

এক পর্যায়ে প্রতিবেশী যুবক শ্যাম দাসের সাহায্যে মোবাইলে ওই নারীর ছবি তুলে অশ্লীল ছবির সঙ্গে জুড়ে দিয়ে কম্পিউটারে অশ্লীল ছবি বানানো হয়। এরপর কম্পিউটারে বানানো অশ্লীল ছবি দেখিয়ে ফের কুপ্রস্তাব দেন। রাজি না হলে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন।

পরে ঘটনাটি বাবাকে জানান ভোক্তভোগী। ওই সময় নিজেকে র‍্যাবের সোর্স পরিচয় দিয়ে ওই নারীর বাবার ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বাবুল। টাকা না পেয়ে শেষে সেই অশ্লীল ছবি ছড়িয়ে দেন তিনি। তাতে ওই নারীর কয়েকবার বিয়ে ভেঙে যায়। সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হয় তার। 

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন তরুণীর | অশ্লীল | ছবি | বানানোর | দায়ে | সাত | বছরের | জেল