যারা কিশোর গ্যাংয়ের মদতদাতা রয়েছেন তাদের তালিকা করা হয়েছে। কিশোর গ্যাংয়ের যে অদ্ভুত অদ্ভুত নাম রয়েছে তাও তালিকা করা হয়েছে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও উত্তরাসহ ১০টি থানা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি। বললেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার বলেন, তবে যারা মদতদাতা তাঁরা ওইভাবে গডফাদার নয়। তারা যে কিশোর অপরাধের জন্য গ্যাং তৈরি করেছেন বিষয়টি এমন নয়। রাজনৈতিকভাবে কিছু লোক কিশোরদের নিয়ে যাচ্ছে বলে তদন্তে উঠে এসেছে।
হাবিবুর রহমান বলেন, কাউন্সিলরদের কিছু অনুসারী রয়েছে যাদের ১৮ বছরের ওপরে বয়স। এলাকায় রাজনীতি টিকিয়ে রাখতে কেউ কেউ কিশোরদের ব্যবহার করছে। সরাসরি কোনো কাউন্সিলর কিশোরদের নিয়ে অপরাধ করার জন্য গ্যাং তৈরি করেছে এমন তথ্য তাঁরা পান নি।
তিনি বলেন, কিশোর গ্যাং অপরাধ নিয়ন্ত্রণে প্রতিকার ও প্রতিরোধমূলক কার্যক্রম করে থাকে পুলিশ। মসজিদে মসজিদে জুমার দিনে ওসিরা এ বিষয়ে বক্তব্যও দিয়েছেন। কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে পুলিশের বিভিন্ন সভা-সমাবেশও করা হয়েছে। স্কুলে-স্কুলে গিয়েও পুলিশ সদস্যরা কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
টিকটকে অশ্লীল কন্টেন্টের বিষয়ে তিনি আরও বলেন, এটি অবশ্যই নেতিবাচক। ইতোমধ্যে এমন টিকটকারদের আইনের আওতায় এনেছে ডিএমপির সাইবার টিম। পুলিশের সাইবার টিমের পক্ষ থেকে বিটিআরসির কাছে বিভিন্ন কনটেন্টের তালিকা নিয়মিত দেয়া হয়।
প্রসঙ্গত, ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ছায়া সংসদ’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
আই/এ