আর্কাইভ থেকে বাংলাদেশ

বিদ্যুতস্পৃষ্টে অটোবাইক চালকের মৃত্যু

বিদ্যুতস্পৃষ্টে অটোবাইক চালকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টে শফিকুল ইসলাম (৩৮) নামের এক অটোচালকের  মৃত্যু হয়েছে । এ সময় শফিকুলকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী পপি আক্তার (৩২) গুরুতর আহত হন।

নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

আজ শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন  ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাড়ীর উঠানে নিজস্ব অটোবাইক চার্জ করার জন্য বৈদ্যুতিক সংযোগ দেন শফিকুল। শনিবার সকালে খাওয়া দাওয়া সেরে অটোবাইক নিয়ে বের হওয়ার জন্য বাইকে হাত দেওয়া মাত্রই বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। স্ত্রী পপি আক্তার স্বামীকে বাঁচাতে গেলে তিনিও আটকে যান। পরে শফিকুল ইসলামের বাবা আব্দুল মজিদ দ্রুত মেইন সুইস বন্ধ করলে দুজনেই ছিটকে পড়েন।  পরে  পরিবারের লোকজন স্থানীয়দের অসহায়তায় দ্রুত তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান শফিকুল। আর গুরুতর আহত অবস্থায় পপি আক্তারকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে দুপুর ১২ টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন বিদ্যুতস্পৃষ্টে | অটোবাইক | চালকের | মৃত্যু