দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একইস্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জাতীয় পাবলিক সার্ভিস দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আলিহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুন্নবীসহ অনেকে।